Spread the love

সুনামগঞ্জ জেলা থেকে তাহিরপুর হয়ে ভারতের বর্ডারের সাথে নিলাদ্রি লেক। এ যেনো অসাধারণ সুন্দর সবুজ পানির লেক।

অন্যন্য লেকের তুলনায় এই লেকের পানির রং অন্যরকম। লেকের পাশে আছে বিশাল পাহাড়, যে পাহাড়ের পরেই ভারতের মেঘালয় রাজ্যের অবস্থান।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অগণিত ভ্রমণপিপাসু মানুষ ভিড় জমায় নিলাদ্রি লেক। উচু পাহাড়ে উঠে ছবি তুলতে দেখা যায় ট্যুরিস্টদের।

তবে পাহাড়ে ওঠার ক্ষেত্রে সাবধান। সাথেই আছে কাটাতার। অপর পাশে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনীর কড়া পাহাড়াতো আছেই।

এছাড়া বাংলাদেশের সীমানায় বিজিবি সবসময় সজাগ দৃষ্টি রাখছে বর্ডার সীমান্তে।

সীমানার দিকে যেতে দেখলেই বাশির আওয়াজ দিয়ে তারা সাবধান করে দিবে।

ট্যুরিস্টরা এখানে এসে পিকনিকও করে থাকে।

নৌকাতে করে চড়ে বেড়ায় লেকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। অনেককে আবার দেখা যায় লেকের ভেতর সাঁতার কাটতে।

তাহিরপু থেকে এই লেকে যেতে রাস্তা অনেক খারাপ। মাটির আঁকাবাঁকা রাস্তা এবং পাকা রাস্তার সংমিশ্রনে নিলাদ্রি লেকের রাস্তা অনেক দীর্ঘ।

বর্ষাকালে মাটির রাস্তায় কাঁদা জমে খুবই বাজে পরিস্থিতি সৃষ্টি করে। তাই সেখানে গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাবধান।

সবচেয়ে ভালো হয় মোটরবাইক নিয়ে যেতে পারলে। তবে আপনি চাইলে সিএনজি করেও যেতে পারেন।

আপনি চাইলে নিলাদ্রি লেকের পাশাপাশি বারিক্কা টিলাও ঘুড়ে আসতে পারেন। বারিক্কা টিলা থেকে জাদুকাটা নদী দেখতে অসাধারণ।

মনে হবে যেনো আপনি বিশাল পাহাড়ের উপর থেকে নদী দেখছেন।

যাদুকাটা নদীর অপরপাশেই ভারতের মেঘালয় রাজ্য। উচু পাহাড়বেস্টিত ভারতের বর্ডার ও বাংলাদেশের বর্ডারকে যাদুকাটা নদী যেনো পৃথক করে রেখেছে।

ভ্রমণ পিপাসু মানুষদের সেখানে পরিবার নিয়ে পিকনিক করতেও দেখা যায়।

যেভাবে যাবেন-

সুনামগঞ্জ থেকে সরাসরি নিলাদ্রি লেকের সিএনজি নিতে পারেন। অথবা আপনি চাইলে সুনামগঞ্জ থেকে তাহিরপুর যেতে পারেন। তাহিরপুর থেকে আবার সিএনজি অথবা মোটরবাইকে করে যেতে পারেন নিলাদ্রি লেকে। বাসে যাওয়ার কোনো ব্যবস্থা নেই।

 

কোথায় থাকবেন-

নিলাদ্রি লেকের আশেপাশে থাকার কোনো ব্যবস্থা নেই। আপনাকে থাকার জন্য আসতে হবে তাহিরপুর বাজারে বা টেকেরঘাটে অথবা বরছরা বাজারে।

 

কখন যাবেন-

নিলাদ্রি লেকে সবসময়ই ট্যুরিস্ট যায়। তবে শীতকালে একটু বেশি মানুষ সেখানে যায়। অনেকে শিমুল বাগান দেখতে আসে এবং সেই সাথে নিলাদ্রি লেকও ঘুড়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published.